কোচবিহার

মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ,প্রথম স্থানে কোচবিহারের সঞ্জীবনি দেবনাথ

বুধবার প্রকাশিত হয়ে গেল মাধ্যমিক পরীক্ষার ফল। এবারের পরীক্ষায় পাশের হার শতকরা ৮৫.৪৯ শতাংশ। গতবারের(৮৫.৬৫) তুলনায় .১৬ শতাংশ কমেছে বলে জানা যায়। এবার মেয়েদের চেয়ে তুলনামূলক ভাবে ছেলেদের পাশের সংখ্যা বেশি।

রাজ্যে সম্ভাব্য প্রথম স্থান অধিকার করেছে কোচবিহার জেলার সুনীতি অ্যাকাডেমির সঞ্জীবনি দেবনাথ। মাধ্যমিক পরীক্ষায় মোট ৭০০ নম্বরের মধ্যে সঞ্জীবনী পেয়েছেন ৬৮৯ নম্বর। ৬৮৭ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন সম্ভাব্য কোচবিহারের ওই অ্যাকাডেমির আর এক ছাত্রী ময়ূরাক্ষী সরকার। ষষ্ঠ স্থান অধিকার করেছেন সম্ভাব্য দিনহাটার সুমিত বাগচী, ৬৮২ নম্বর পেয়ে সম্ভাব্য অষ্টম স্থান অধিকার করেছেন রামভোলা স্কুলের ছাত্র দেবস্মিত রায়। 

এবিষয়ে রাজ্যে প্রথম স্থান অধিকারী কোচবিহার সুনীতি অ্যাকাডেমির ছাত্রী সঞ্জীবনি দেবনাথ জানিয়েছেন, তিনি পাঠ্য বই পড়েই পরীক্ষা দিয়েছিলেন। রাজ্যে প্রথম স্থান অধিকার করে সে খুশি।

এবিষয়ে তৃতীয় স্থান অধিকারী কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির ময়ূরাক্ষী সরকার জানিয়েছেন, রাজ্যে তৃতীয় স্থান অধিকার করে খুব খুশি। টেস্ট পরীক্ষার পরে ৮ ঘণ্টা পড়াশুনা করত সে। তাঁর ৬ জন গৃহশিক্ষক ছিল। ভবিষ্যতে এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করার ইচ্ছে রয়েছে তবে বায়ো সাইন্স নিয়েও গবেষণা করতে চায় বলে জানায় ময়ূরাক্ষী সরকার। 

এবিষয়ে ষষ্ঠ স্থান অধিকারী দিনহাটার সুমিত বাগচী জানিয়েছেন, এই ফলাফলে সে খুব খুশি। পড়াশুনোর পাশাপাশি তবলা বাজান, ক্রিকেট খেলা তার বেশ প্রিয়। ভবিষ্যতে অংক নিয়ে পড়তে চায় সে। 

এবিষয়ে রাজ্যে অষ্টম স্থান অধিকারী রামভোলা স্কুলের ছাত্র দেবস্মিত রায় জানায়, আশানুরূপ নম্বর পেয়ে খুশি। ভবিষ্যতে কম্পিউটার সাইন্স নিয়ে পড়তে চায়। তবে ছবি আঁকতে এবং গল্প বই পড়তে তার বেশ ভাল লাগে। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 

https://www.youtube.com/embed/2gNTai3MCDk